FB_IMG_1732613479803
IMB-র পরিচিতি

মুহতারাম মুহতারামা!

IMB কোনো গতানুগতিক ঘটক অফিস নয়। এটি উলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে পরিচালিত একটি বিশ্বস্ত প্লাটফর্ম। এখানে মুসলিম উম্মাহের সুখী দাম্পত্য জীবন গড়ার সুপরামর্শ দেয়া হয়। বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের সকল বিষয়ে শরয়ী দিকনির্দেশনা দেয়া হয় এবং সকল নারী-পুরুষের সহজে বিবাহের জন্য দাওয়াতী মেহনত করা হয়‌। এই প্লাটফর্ম থেকে মাসনা,সুলাছা,রুবাআ ও ওয়াহেদা দীনদার পাত্রী ও পাত্রের সন্ধান পাওয়া যায়।

IMB-র লক্ষ্য ও উদ্দেশ্যঃ

কোরআন, হাদিস তথা শরীআতে ইসলামীর আলোকে বৈবাহিক জীবন কেন্দ্রিক সকল বিষয়ের শরয়ী দিকনির্দেশনা দেওয়া এবং রাসূল সা.এর সুন্নাহ সমাজে বাস্তবায়ন করা। এই বিষয়ে সমাজ ও মানুষের আকীদা ও মানসিকতা চেঞ্জ করা। বিশেষ করে বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ ৬টি বিষয়ে।

  • تعجيل النكاح – দ্রুত বিবাহের গুরুত্ব ও উপকারিতা।
  • تسهيل النكاح- বিবাহ ব্যবস্থাপনা সহজ করা।
  • تعدد النكاح- একাধিক বিবাহ সহজ করা।
  • تكثير الأولاد- বেশি বেশি সন্তান নেওয়া।
  • نكاح الشيوخ- সঙ্গীহারা বৃদ্ধ-বৃদ্ধাদের বিবাহের ব্যবস্থা করা।
  • نكاح الأرملة- গরীব، এতীম, বিধবা, ডিভোর্সি, অসুন্দরী ইত্যাদি মেয়েদের বিবাহের ব্যবস্থা করা।

বর্তমান সমাজের মানুষের অন্তরে আর্লি ম্যারেজ, একাধিক বিবাহ, জন্মনিয়ন্ত্রণ, ফ্যামিলি প্ল্যানিং তথা আরো বিভিন্ন বিষয়ে যেসকল কুসংস্কার প্রচলিত আছে (যা কখনও কখনও একজন মুসলিমকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়) সেই মতবাদগুলোর ব্যাপারে কোরআন, হাদিস, বিজ্ঞান ও বাস্তবতার আলোকে সবিস্তারে আলোচনা করে উম্মাহকে কুফর ও কুসংস্কার থেকে বের করে নিয়ে আসা এবং নিজেরা আমলী রাহবারী করা। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

IMB সমাজের সকল মানুষকে একাধিক বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করে না বরং যাদের জরুরত আছে এবং আদালত করার পূর্ণ ইচ্ছাও আছে, তাদেরকে সহীহ রাহবারী করে। এই পরিবেশ তৈরি করার চেষ্টা করে। এর দ্বারা বিধবা, ডিভোর্সী, এতীমা ও অসহায় নারীদের বিবাহের ব্যবস্থা সহজ হয়ে যাবে। কোনো নারীকে স্বামীহিন থাকতে হবে না।

কিন্তু যদি কেউ পূর্বের স্ত্রীর পূর্ণ হক আদায় না করে অথবা পরবর্তিতে স্ত্রীদের মাঝে আদালত করার ইচ্ছা না রাখে, বা একাধিক বিবাহ করার শারীরিক, আর্থিক শরয়ী সামর্থ্য না থাকে, অথবা গোপনে বিয়ে করতে চায়, স্ত্রীকে গোপনে রাখতে চায়, তাদেরকে IMB মাসনা করার অনুমতি দেয় না। তাদের জন্য একাধিক বিবাহের ব্যবস্থাও করে না। কারণ সবার জন্য একাধিক বিবাহ করার অনুমতি নেই।

IMB-র মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, মানুষের অন্তর থেকে কুফরি মতবাদ ও কুসংস্কারগুলো দূর করা। আর যদি কেউ এই বিষয়গুলো বাস্তবায়ন করতে চায় তাকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সহযোগিতা করা।

IMB-র বিশেষ লক্ষ্য হলোঃ

যৌতুকমুক্ত, অধিক মোহরমুক্ত, সহজ ও স্বল্প খরচে, শরীয়াহ মুতাবেক, সুন্নাত তরীকায় সকল বয়সের মুসলিম পুরুষ ও মহিলার ওয়াহেদা, মাসনা,সুলাছা ও রুবাআ বিবাহের পরিবেশ তৈরি করা এবং মুসলিম শক্তিশালী পরিবার গঠনের দিকনির্দেশনা দেওয়া।

IMB-র সেবাসমূহঃ
সকল মুসলিম উম্মাহের জন্য IMB-র সেবাঃ

০১.  অনলাইন-অফলাইনে দরস, সেমিনার, লেখালেখি , বয়ান ও বই-পুস্তকের মাধ্যমে এ বিষয়গুলির শরয়ী দৃষ্টিভঙ্গি উম্মতের সামনে তুলে ধরা।

০২.  কেউ বৈবাহিক জীবনের কোনো বিষয়ে জানতে চাইলে বা পরামর্শ চাইলে অথবা কারো কোন জটিলতায় কাউন্সিলিং এর প্রয়োজন হলে, আমরা আন্তরিকতার সাথে সাধ্য অনুযায়ী তার পাশে থাকবো, ইনশাআল্লাহ।

০৩.  মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধায়নে বিবাহ ও তালাক সংক্রান্ত যে কোন মাসআলার সঠিক সমাধান দেওয়া।

০৪.  সমাজে যেসকল অসহায় বিধবা, ডিভর্সী, এতীমা বা আরমালা নারী আছে তাদের বিবাহের জন্য চেষ্টা করা। তবে শর্ত হলো, নারীকে পূর্ণ দীনদার হওয়ার নিয়ত থাকতে হবে এবং শরীয়তের সকল বিধান মানতে ওয়াদাবদ্ধ হতে হবে।

সদস্যদের জন্য IMB-র সেবাসমূহঃ

১. পুরুষ হোক বা নারী, IMB-র পক্ষ হতে মৃত্যু পর্যন্ত তার বিবাহের জন্য সুনির্দিষ্ট প্রসেসিংয়ে পছন্দের পাত্র /পাত্রী, বা ওয়াহেদা, মাসনা, সুলাছার ব্যাবস্থা করার চেষ্টা করা হবে।
তবে ফয়সালা হবে যার যার তাকদীর অনুযায়ী।

২. সদস্যদের ছেলে-মেয়ে, ভাই-বোন বা পরিবারের যে কারোর বিবাহের জন্য সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।

৩. দাম্পত্য জীবনের যেকোনো সমস্যা সমাধানে কাউন্সিলিং করা হবে এবং শরয়ী সমাধান দেওয়া হবে।

৪. বিজ্ঞ মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধায়নে বিবাহ ও তালাক সংক্রান্ত সকল মাসআলার সঠিক সমাধান দেওয়া হবে।

৫. বিবাহের জন্য সদস্যের গার্জিয়ানকে, পরিবারকে স্ত্রীকে অথবা অন্য কাউকে বোঝানোর প্রয়োজন হলে IMB-র পক্ষ হতে আন্তরিকতার সাথে চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

৬. নারী সদস্যেদের যদি বিবাহের প্রয়োজন হয় আমাদের নির্দিষ্ট প্রসেসিংয়ে তাদেরও সহজ ও স্বল্প খরচে বিবাহের ব্যাবস্থা করা হবে, যদি তারা একাধিক বিবাহকে পছন্দ করে কারোর ২য় ৩য় ৪র্থ স্ত্রী হতে প্রস্তুত থাকে।

IMB-র মাধ্যমে বিবাহ-শাদির নিয়মঃ (খুব ভালো করে পড়ুন)
পুরুষ সদস্যের জন্যঃ

যে সমস্ত নারী বা তার পরিবার বিবাহের জন্য আমাদের কাছে আবেদন করবেন এবং সিভি জমা দেবেন (মোবাইল নাম্বার, ID NO ছাড়া) তাদের পূর্ণ সিভি IMB-র টেলিগ্ৰাম চ্যানেলে দেওয়া হবে। এরপর আপনি যে মুহতারামার ব্যাপারে আগ্ৰহী হবেন, অফিসিয়াল নির্দিষ্ট নাম্বারে নির্দিষ্ট নিয়মে প্রস্তাব পাঠাতে পারবেন। আমরা সেই প্রস্তাব নারী পক্ষের কাছে পাঠিয়ে দেবো। তারা গ্ৰহণ করলে আমরা আপনার সাথে তাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। এরপর নিজেরা পরস্পর বুঝাপড়া করে বিবাহের সিদ্ধান্ত নিবেন। (বিস্তারিত আরোও কথা সাক্ষাতে জেনে নিবেন)

মুহতারাম!
আমরা পাত্রীপক্ষকে আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো। এরপর বাকিটুকু নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে, নিজ সিদ্ধান্তে তাদের সাথে ফাইনাল করবেন। উভয় পক্ষ উভয়ের সিভি দেখে অতপর সরাসরি দেখা দেখি করে, বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন। ফাইনাল হলে, নিজ দায়িত্বে সরকারিভাবে রেজিস্ট্রেশন করে নিবেন। ইচ্ছে হলে IMB-র মাধ্যমেও সরকারি রেজিস্ট্রেশনসহ IMB-র রেজিস্ট্রেশন করতে পারবেন। IMB-র রেজিস্ট্রেশন ফি অফিস থেকে জেনে নিবেন।

IMB পাত্র পাত্রীর প্রাথমিক ভেরিফিকেশন করে। তবে কারোর পূর্ণ ভেরিফিকেশন করা বা তার বিবাহ করিয়ে দেয়ার দায়িত্ব IMB বহন করে না। দেখাদেখি ও পূর্ণ তাহকীক করা, যার যার নিজ দায়িত্বে। কোনো নারী যদি আপনার সাথে ধোঁকাবাজি করে বা আপত্তিকর কোনো আচরণ করে, এর দায়ভার IMB বহন করবে না।

আমরা শুধু ঐসকল নারী পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেই যারা মাসনা, সুলাছা হতেও রাজি হয়ে, নিজ ইচ্ছায় IMB-তে ফরম পূরণ করেছেন। বাকিটুকু সদস্যের নিজ দায়িত্বে করতে হবে। এই ব্যাপারে কোনো পক্ষই IMB কে দায়বদ্ধ করতে পারবে না। তবে কীভাবে পাত্রপাত্রী নির্বাচন করবেন এবং বাকি কাজ সম্পন্ন করবেন, তার শরয়ী দিকনির্দেশনা IMB অফিস থেকে জেন নিবেন।

নারী সদস্যের বিবাহের প্রসেসিংয়ের নিয়মঃ

IMB-র নিয়ম হলো: আপনার পাঠানো সিভিটা (মোবাইল নং, ID NO ছাড়া) IMB পুরুষ সদস্যেদের সংরক্ষিত টেলিগ্ৰাম চ্যানেলে জমা দেওয়া হবে, এরপর যেসকল পাত্র আপনার ব্যাপারে প্রস্তাব পাঠাবেন, তাদের সিভি ও ছবি আপনার কাছে পাঠানো হবে। অতঃপর আপনি যেই পাত্রের ব্যাপারে বলবেন, তার সাথে যোগাযোগ করিয়ে দেবো। এরপর বাকি কথা, দুজনের বুঝাপড়া, চাওয়া পাওয়া আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে IMB-তে জানাবেন। এরপর IMB-র মাধ্যমে আপনার বিবাহের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। নারীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

অবশ্যই স্মরণ রাখবেন: কোনো ছেলে সদস্যের সম্পূর্ণ ভেরিফিকেশন করা বা আপনার বিবাহ করিয়ে দেয়ার দায়িত্ব IMB বহন করবে না। দেখাদেখি ও তাহকীক করা, যার যার নিজ দায়িত্বে। আমরা শুধু প্রাথমিক ভেরিফিকেশন করে পাত্রের খোঁজ দিতে পারবো। যোগাযোগের মাধ্যম হতে পারবো। বাকিটুকু সদস্যের নিজ দায়িত্বে করতে হবে। বিবাহের পর কোনো সমস্যা হলে, কোনো পক্ষই IMB কে দায়বদ্ধ করতে পারবে না।

IMB-র পুরুষ সদস্য হওয়ার নিয়মঃ

প্রথমে আনলাইনে আবেদন ফরমটি পূরণ করতে হবে এবং ভেরিফিকেশন চার্জ ১০২০৳ অফিসিয়াল একাউন্টে পেমেন্ট করতে হবে। এর পর সিডিউল অনুযায়ী অফিসে সরাসরি এসে সাক্ষাৎ করে সদস্যপদ চুড়ান্ত করতে হবে। দেশের হোক বা প্রবাসের সরাসরি দেখা না করা পর্যন্ত সদস্যপদ চুড়ান্ত করা হয় না এবং IMB টেলিগ্ৰ্যাম চ্যানেলে যুক্ত করা হয় না। যেখানে নারীদের সিভি ও সকল আপডেট থাকে।

সাক্ষাতের সিডিউল অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কনফার্ম করতে হবে।

IMB-র খরচসমূহঃ

IMB থেকে কোনো খিদমাহ গ্ৰহণ করতে অথবা বিবাহ সম্পন্ন করতে খরচের বিবরণ: (কাজের সহজের জন্য চার্জগুলো নির্ধারণ করা হয়েছে)

১।  মাসআলা জানা বা পরামর্শের জন্য মেসেজ আদান-প্রদান ও কলে কথা বলতে কোন ফি নেই।

২।  যারা সদস্য হয়ে বিবাহ করতে চান, তাদের জন্য:

  • রেজিস্ট্রেশন ও জয়েনিং চার্জ: ১০২০৳
  • পাত্রীর কাছে প্রস্তাব পাঠানো চার্জ: ২০৳
  • যদি কেউ IMB-র মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চায়, সরকারি রেজিস্ট্রেশনসহ IMB-র রেজিস্ট্রেশন ইত্যাদি সকল বিষয়ের জন্য ১০ হাজার টাকা খরচ হবে।

 

যদি কেউ নিজ দায়িত্বে নিজেরা রেজিস্ট্রেশন করে নিতে চায় করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে পরবর্তীতে কোনো সুবিধা-অসুবিধা হলে, বা কোনো জটিলতা সামনে আসলে তার দায়ভার IMB বহন করবে না।

উপরোক্ত খরচ ছাড়া অন্য কোন বিষয়ের জন্য যেমন: পাত্রী খোঁজ করে দেওয়া, বিবাহ দিয়ে দেওয়া বা পরামর্শ দেওয়া, কাউন্সিলিং ইত্যাদির জন্য কোনো চার্জ নেই। IMB-র টিম মেম্বারগণ এই কাজগুলি একমাত্র আল্লাহর জন্য মুসলিম ভাই-বোনদের সহযোগিতার জন্য চেষ্টা করেন।

বিশেষ সতর্কীয়করণঃ
  • কোনো বিষয়ে মিথ্যা বলা, ধোঁকাবাজী করা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য গোপন করা যাবে না।
  • কোনো পাত্রী আপনার ব্যাপারে রাজি না থাকলে কখনোই তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না। যদি কোনো সদস্যের ব্যাপারে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়, সাথে সাথেই সদস্যপদ বাতিল করে দেয়া হবে।
প্রবাস ও দেশের আবেদনকারীদের জন্য বিশেষ আরজঃ

মুহতারাম!

সরাসরি সাক্ষাৎ ছাড়া কারও সদস্যপদ সম্পন্ন করা হয় না। হাঁ, আপনি অনলাইন ফরমটি পূরণ করে ভেরিফিকেশন ফি জমা দিয়ে আবেদন করে রাখতে পারেন। এরপর যেদিন অফিসে আসার সুযোগ হবে, অফিসিয়াল নাম্বার থেকে সিডিউল নিয়ে সরাসরি এসে সাক্ষাৎ করবেন। ভেরিফিকেশন কমপ্লিট হলে সদস্য হিসেবে গ্ৰহণ করা হবে এবং চ্যানেলে জয়েন্ট করা হবে। অনুগ্রহ করে কেউ সরাসরি সাক্ষাৎ করা ছাড়া সদস্যপদ সম্পন্ন করা বা চ্যানেলে জয়েন্ট করার রিকোয়েস্ট করবেন না।

নারী সদস্য হওয়ার নিয়মঃ

১. নারীর ফরমটি ভালো করে পড়ে, বুঝে শুনে পূরণ করে সাবমিট করুন। নারীদের জন্য ভেরিফিকেশন চার্জ সম্পূর্ণ ফ্রি।

২. নিজে কারোর ২য় স্ত্রী বা ৩য় স্ত্রী (মাসনা, সুলাছা) হতে রাজি থাকতে হবে। স্বামী পরবর্তীতে মাসনা, সুলাছা করলে মেনে নেওয়ার মানসিকতা লালন করতে হবে। যদি রাজি না থাকেন IMB-র ফরমটি সাবমিট করবেন না।

৩. ১৮ বছরের নিচে হলে গার্ডিয়ানের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর ১৮ বছর উপরে হলে নিজ দায়িত্বেও যোগাযোগ করতে পারবেন। গার্ডিয়ানের মাধ্যমে হলে অতি উত্তম হয়।

IMB-র সদস্যদের বিবরণঃ

আলহামদুলিল্লাহ IMB সদস্য মহদয়ের মাঝে অনেক মুফতী, আলেম, হাফেজ, ওয়ায়েজ, দীনদার সরকারি/বেসরকারি চাকরিজীবী, ইন্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, লেখক, গবেষক ইত্যাদিরা আছেন। এমন ব্যক্তিত্বরাও আছেন যাদের লাখ লাখ ফলোয়ার ও পাঠকবৃন্দ রয়েছে এবং কোটি কোটি ভিউওয়ারস আছে। সকলেই সচ্ছল আলহামদুলিল্লাহ। আবার সকলেই আদালতের পূর্ণ সাহস,সামর্থ ও ইচ্ছা রাখেন। তারা আল্লাহর জন্য আরমালা নারী ও অসহায় পরিবারের দায়িত্ব বহন করতে প্রস্তুত আছেন। মাসনা, সুলাছার মাধ্যমে নারীদের জিম্মাদারী উঠানো এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মেহনত করতে প্রস্তুত আছেন, আলহামদুলিল্লাহ।

নারী সদস্যের মাঝে বালেগা থেকে ৬০/৭০ বছর পর্যন্ত সব বয়সের দীনদার মেয়েরা আছেন। হাফেজা,আলেমা, ডাক্তার, গৃহিণী, মাদরাসার বা স্কুলের ছাত্রী ও শিক্ষিকা, জেনারেল শিক্ষিত দীনদার, ধনী ঘরের মেয়ে, গরীব ঘরের মেয়ে, অনেক সুন্দরী, একটু কম সুন্দরী, বাকেরা, ছাইয়েবা, সব ধরণের দীনদার মুসলিম পাতরীরা আছেন, যারা মুসলিম উম্মাহর কল্যাণের জন্য সব মুজাহাদা করতে তৈরী আছেন। অধিক সন্তান নিতে প্রস্তুত আছেন । এমনকি মাসনা,সুলাছা,রুবাআ হতেও প্রস্তুত আছেন। সুন্দর জান্নাতী সংসার করতে মন থেকে প্রস্তুত আছেন, আলহামদুলিল্লাহ।

একটি বিশেষ ঘোষণাঃ

যারা IMB-র সদস্য রয়েছেন, IMB সাধ্য অনুযায়ী তার ব্যাপারে তাহকীক করার চেষ্টা করে সদস্য হিসেবে গ্ৰহণ করেছে। তবে বাস্তবতা আল্লাহই ভালো জানেন।

অতএব কোনো সদস্য যদি IMB-র মূল আদর্শ লঙ্ঘন করে এতে IMB কোনো দায়বদ্ধ থাকবে না। অতএব যদি কেউ শরয়ী সীমা লঙ্ঘন করে, তার IMB-র সদস্যপদ অটো বাতিল হয়ে যাবে। অফিস কোনো দায়ভার নেবে না।

তাই IMB-র থেকে কোনো পাত্র-পাত্রীর সন্ধান পেলে নিজ দায়িত্বে তাহকীক করে বিবাহ করবেন। যদি কোনো ছেলে বা মেয়ে শরয়ী আইন লঙ্ঘন করে, তার দায়ভার সে নিজে বহন করবে। IMB শুধুমাত্র প্রস্তাবিত নারী-পুরুষের জীবনসঙ্গীর খোঁজ পাওয়ার একটি প্লাটফর্ম মাত্র। কিন্তু বিবাহ করিয়ে দেওয়া বা পরবর্তিতে সমস্যার সমাধান করা IMB-র দায়িত্ব না। তবে সুপরামর্শের মাধ্যমে পাশে থাকবে, ইনশাআল্লাহ। বিস্তারিত আরো কথা হবে সাক্ষাতে।

উপরোক্ত সকল বিষয়কে বুঝে শুনে যদি আপনি আমাদের মেম্বারশিপ গ্ৰহণ করতে চান এবং আমাদের শরয়ী আদর্শের সাথে যুক্ত থাকতে চান, তাহলে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করুন! IMB মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ।

বিশেষ সতর্কীয়করণঃ