মুহতারাম মুহতারামা!
IMB কোনো গতানুগতিক ঘটক অফিস নয়। এটি উলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে পরিচালিত একটি বিশ্বস্ত প্লাটফর্ম। এখানে মুসলিম উম্মাহের সুখী দাম্পত্য জীবন গড়ার সুপরামর্শ দেয়া হয়। বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের সকল বিষয়ে শরয়ী দিকনির্দেশনা দেয়া হয় এবং সকল নারী-পুরুষের সহজে বিবাহের জন্য দাওয়াতী মেহনত করা হয়। এই প্লাটফর্ম থেকে মাসনা, সুলাছা, রুবাআ ও ওয়াহেদা দীনদার পাত্রী ও পাত্রের সন্ধান পাওয়া যায়।