যত স্ত্রী তত বরকত, যত সন্তান তত বরকত…….. IMB
বিবাহের দ্বারা আর্থিকসহ সব লাইনে বরকত হয়, আমি এর জীবন্ত সাক্ষী। নিজের জীবনে ঘটেছে বলে খুব দৃঢ়তার সাথেই বলছি।
* আল্লাহ তাআলা এরশাদ করেন: তোমরা গরীব থাকলে আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেবো। (চাই সেটা ১ম বিবাহ হোক বা ২য় বিবাহ অথবা ৩য়, ৪র্থ বিবাহ)
* রাসূল সা: বলেছেন: যে ব্যক্তি সতিত্বের হেফাজতের জন্য বিবাহ করবে, আল্লাহ তা’আলা তাকে সাহায্য করবেন।
আল্লাহ তায়ালার ওয়াদা সত্য। যদি কারোর এই ব্যাপারে সামান্যতম সন্দেহ থাকে তার ঈমানে খতরা আছে।
আমার বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্পটা সংক্ষেপে শেয়ার করছি:
আল্লাহ তাআলার ফয়সালায় ২০২৩ সালে ২ স্ত্রী ও ২ সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকার সফর শুরু হয়। তখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম হতো না। আমার স্ত্রীরাও মাশাল্লাহ অনেক সাবেরা, শাকেরা ছিলেন। কিন্তু খুব অভাব ও গরিবতার মধ্য দিয়ে দিন কাটছিল। আল্লাহ তাআলার হুকুমে আমার ৩য় বিবাহ সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, বরকত শুরু হয়ে গেলো। তার পরেও আমার আর্থিকভাবে একটু টানা পড়া ছিল। প্রতি মাসেই মাদরাসা, IMB ও নিজের জন্য মাঝে মাঝে ঋণ করা লাগতো। আল্লাহ উপর ভরসা করে বরকতের আশায় ৪র্থ বিবাহ করলাম।
৪র্থ বিবাহের পর আমার জিন্দেগীতে আরও অনেক বেশি বরকত হয়েছে। তবে এগুলো আমার স্ত্রীগণ এবং সন্তানদের সকলের বরকত, نحن نرزقهم وإياكم। আগে আমার SBI Market এর ব্যবসায় মাসে ৩০ হাজার টাকাও সেল হতো না, ৪র্থ নং বিবাহের মাসেই ৩ লক্ষ টাকা বিক্রি হলো, এই মাসে প্রায় ৫ লক্ষ টাকার সেল হয়েছে। আরোও অনেক দিক দিয়ে বারাকাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত আরোও ৩টি সন্তান আসবে বলে আশা করছি, ইনশাআল্লাহ।
যাদের জীবনে বারাকাহ নাই, আমি বলবো: খুব দ্রুত বিবাহ করুন। দায়িত্বশীল হলে একাধিক বিবাহ করুন এবং অধিক সন্তান নিন। সকলের হক ইনসাফের সাথে আদায় করার চেষ্টা করুন। দেখবেন আল্লাহ তাআলা নিজ ফজলে আপনার জিন্দেগী ও সম্পদে বারাকাহ দান করবেন, ইনশাল্লাহ। একবার কোরআন-হাদিসের উপরে বিশ্বাস করেই দেখুন:
إن وعد الله حق…
আল্লাহ তাআলা আমার ৪স্ত্রী ও সন্তানদেরকে আফিয়াতের সাথে রাখুন এবং তাদের জিন্দেগীতে বারাকাহ দান করুন। তাদের নফসের কুরবানীর অসীলায় বাংলার জমিনে হাজারো অসহায় নারীর ঘর হবে। তারা আগামী প্রজন্মের উপমা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
Ideal Marriage Bureau-IMB
* IMB-র সদস্য হওয়ার জন্য ফরম পূরণ করুন:
পুরুষের ফরম: t.ly/PBW9w
নারীর ফরম: t.ly/2HZ_4
* যোগাযোগ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ:
wa.me/+8801722446038 (শুধু মেসেজ)
wa.me/+8801712572359 (কল ও মেসেজ)
wa.me/+8801709909501 (নারীদের যোগাযোগ)