
নারীদের আবেদন ফরম
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুহতারামা!
আপনি যদি আইডিয়াল ম্যারেজ ব্যুরো-IMB-র সদস্য হয়ে IMB থেকে খিদমাহ গ্রহণ করতে চান অথবা আমাদের মাধ্যমে দীনদার পাত্রের সাথে বিবাহ বসতে চান। আল্লাহকে সাক্ষী রেখে, পূর্ণ আমানতের সাথে নিম্নের ফরমটি পুরণ করে সাবমিট করুন এবং পরবর্তী নিয়মগুলো ফলো করুন। IMB সল্প খরচে, যৌতুকমুক্ত, সহজে, যোগ্য পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ।
তবে শর্ত হলো: আপনাকে দীনদার হতে হবে অথবা দীনের প্রতিটি বিষয়কে মেনে নেওয়ার পূর্ণ ইচ্ছা থাকতে হবে এবং মাসনা,সূলাসা (২য় স্ত্রী/৩য়, ৪র্থ স্ত্রী) হওয়ার জন্য রাজি থাকতে হবে। যদি একাধিক বিবাহে রাজি না থাকেন , অনুগ্রহ করে IMB-র ফরম সাবমিট করবেন না। কিন্ত মুহতারামা! একটি কথা মনে রাখবেন, শরীয়তের মধ্যেই শান্তি আর কামিয়াবী আছে। আপনি যদি মাসনা,সুলাছা হতে রাজি থাকেন, অনেক যোগ্য ভালো পাত্র আল্লাহ মিলিয়ে দেবেন। যদি বুঝেন আপনারই ভালো হবে। এখন আপনার ইচ্ছা।
নারীদের জন্য কোনো ফি/ চার্জ নেই।
ফরমটি ভালো করে পড়ে, বুঝে শুনে পূরণ করে সাবমিট করুন।