
পুরুষদের আবেদন ফরম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
মুহতারাম!
আপনি যদি আইডিয়াল ম্যারিজ ব্যুরো-IMB-র সদস্য হয়ে IMB থেকে খিদমাহ গ্রহণ করতে চান অথবা IMB-র মাধ্যমে দ্বীনদার পাত্রীকে মাসনা, সুলাছা, রুবা’আ বা ওয়াহেদা হিসেবে বিবাহ করতে চান, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে পূর্ণ আমানতের সাথে নিম্নের ফরমটি পুরণ করে সাবমিট করুন এবং পরবর্তী নির্দেশনাগুলো ফলো করুন। ফরমটি পূরণ করার আগে IMB ফেসবুক পেজের পিনপোস্ট অথবা imbmasnasulasa.com ওয়েবসাইট দেখে নিয়মকানূনগুলো ভালো করে বুঝে সিদ্ধান্ত নিন।
১. প্রত্যেকটি প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে। কোনো একটির উত্তর না দিলে ফরমটি গ্ৰহণযোগ্য হবে না ।
২. ফরমটি সাবমিট করার পর অফিসিয়াল চার্জ প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন চার্জ: ১০২০ টাকা। পরবর্তীতে প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে প্রাতি প্রস্তাব বাবদ ২০৳ চার্জ পে করতে হবে।
দেশ ও প্রবাসের আবেদনকারীদের জন্য বিশেষ ঘোষণা:
মুহতারাম! সরাসরি সাক্ষাৎ করা ছাড়া সদস্যপদ চূড়ান্ত করা হয় না। আপনি চাইলে আপাতত অনলাইন ফরমটি সাবমিট করে এন্ট্রি ফি জমা দিয়ে আবেদন করে রাখতে পারেন।
এরপর যেদিন অফিসে আসার সুযোগ হবে, অফিসিয়াল নাম্বার থেকে সিডিউল নিয়ে সরাসরি সাক্ষাৎ করবেন।
ভেরিফিকেশন কমপ্লিট হলে সদস্য হিসেবে গ্ৰহণ করা হবে, এবং IMB গ্ৰুপে জয়েন্ট করা হবে। সেখান থেকে বায়োডাটা দেখে পাত্রীদের ব্যাপারে প্রস্তাব পাঠাতে পারবেন।
(সরাসরী সাক্ষাৎ করতে না পারলে অথবা সাক্ষাৎ করতে না চাইলে দয়া করে কেউ টাকা পাঠাবেন না এবং সাক্ষাৎ ছাড়া গ্রুপে জয়েন্ট করার রিকোয়েষ্ট করবেন না)
কোন সার্ভিসের জন্য ফি জমা দিয়ে নিজের অপারগতায় অংশগ্রহণ না করলে ফি ফেরত যোগ্য নয়।
টাকা পাঠানোর পর রিপ্লাই মেসেজে উল্লেখ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন।
টাকা পাঠানোর পর রিপ্লাই মেসেজে উল্লেখ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন।
👉যে নাম্বারে বা একাউন্টে টাকা পাঠাবেন
সেন্ডমানি: 01709-909505 (নগদ/বিকাশ/রকেট- পার্সোনাল)
IBL: 20507770100083110
DBBL: 1681520000675
মুহতারাম! আপনার যদি IMB-র সকল আদর্শ ও কার্যক্রম পছন্দ হয় এবং সকল নিয়মকানূন মানতে রাজি থাকেন, তাহলে ফরমটি পূরণ করুন।
- প্রথমে অনলাইন ফর্মটি সাবমিট করুন।
- উল্লেখিত নাম্বার বা একাউন্টে ভেরিফিকেশন চার্জ পরিশোধ করে হোয়াটসঅ্যাপে স্কিনশর্ট পাঠান।
- শিডিউল নিয়ে সরাসরি অফিসে সাক্ষাৎ করে সদস্যপদ সম্পন্ন করুন। সদস্যপদ চুড়ান্ত হওয়ার পর আপনাকে IMB চ্যানেলে যুক্ত করা হবে।
ফরমটি ভালো করে পড়ে, বুঝে শুনে পূরণ করে সাবমিট করুন।